বন্দরে ১গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গোলাপ আটক

461

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ১গ্রাম হেরোইনসহ গোলাপ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে সোনাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী গোলাপ থানার দড়িসোনাকান্দা এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে।

জানাগেছে,গত শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই সাখাওয়াত হোসেন দড়িসোনাকান্দা এলাকায় মাদকাভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী গোলাপকে ১গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

ধৃত মাদক কারবারি গোলাপকে সোমবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।