সময়ের চিন্তা ডট কমঃ আজ ২৩/১০/২০১৮ইং তারিখ বেলা ১২:১৫ মিনিটের সময় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন উত্তর চাষাড়া চানমারী বস্তি এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোছাঃ ঝর্না বেগম (৪০), স্বামী-মোঃ খোকা মিয়া, ২। মোছাঃ পারভিন বেগম (৩০), স্বামী-মোঃ সাজু, উভয় সাং-চানমারী বস্তি, উত্তর চাষাড়া, উভয় থানা-ফতুল্লা মডেল, উভয় জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ মামুন মিয়া (২০), পিতা-মৃত শামসুদ্দিন রহমান, সাং-মাসকান্দা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা, এ/পি-পূর্ব দেলপাড়া, ব্যাংক কলোনী, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ মাসুদ রানা (২৫), পিতা-মোঃ মীর হোসেন, সাং-জোনাইকান্দা, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম, এ/পি-শাসনগাঁ, বিসিক, থানা-ফতুল্লা মডেল, জেলা নারায়ণগঞ্জ, ৫। মোঃ ফারুক হোসেন (২১), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-শাকচর, থানা ও জেলা-লক্ষèীপুর, এ/পি-নিতাইগঞ্জ, নামাপাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জদেরকে ০১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১১৫০০/-টাকা, গাঁজা বিক্রির নগদ ১০৭৯০/-টাকা ও গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল সেটসহ হাতেনাতে গ্রেফতার করেন। উল্লেখিত আসামীগণ উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। তাহাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইতেছে।
Home
আইন ও অপরাধ র্যাব-১১, সিপিএসসি, নারায়নগঞ্জ ক্যাম্প কর্তৃক গাঁজা, নগদ টাকা ও মোবাইল সেটসহ পাঁচ...