দুই বছরেও প্লট বরাদ্দ পায়নি পূর্বাচলের দুইশ আদিবাসী, এশিয়ান বাইপাস সড়ক অবরোধ, মানবন্ধন

440

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্পের মূল  আদিবাসীরা গত ২ বছরেও প্লট বরাদ্দ পায়নি। প্রধানমন্ত্রীর ঘোষণার পরও টনক নড়েনি রাজধানী উন্নয়ন কতৃপক্ষের (রাজউক)। প্লট বরাদ্দের দাবীতে দুইশ আদিবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার সকালে  প্লট বরাদ্দের দাবীতে বিক্ষুব্ধ আদিবাসীরা মাঝিপাড়া এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক একঘন্টা অবরোধ করে রাখে। একপর্যায়ে উত্তেজিত আদিবাসীরা রাজউকের উন্নয়ন কর্মকান্ড বন্ধের চেষ্টা চালায়। এসময় রাজধানী উন্নয়ন কতৃপক্ষের (রাজউক) পূর্বাচল  আঞ্চলিক অফিস ঘেরাও করে। পরে স্থানীয় ঠিকাদারদের বেশ কয়েকটি কার্যালয় আধাঘন্টা  ঘেরাও করে রাখে। পরে বিক্ষুব্ধরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।

পূর্বাচল নতুন শহরের প্রকল্প পরিচালক (পিডি) উজ্জল মল্লিক বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন।