স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক, অতপর ধর্ষণ মামলা, আটক ৩

640

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি : নগরীতে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক করে এক গৃহবধু (৩৮) স্বামী হাতে ধরা পড়ে ধর্ষণ মামলা করেছেন দুর সম্পর্কের খালাতো ভাইসহ তিনজনের বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ অক্টেবার) দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ মামলার আসামী রায়হান প্রমানিকের ছেলে ভ্যান চালক ওয়াজ উদ্দিন, তার দুই সহযোগি আ. হামিদ সরদারের ছেলে গার্মেন্টকর্মী উজ্জ্বল সরদার ও মমিন গাজীর ছেলে বাদশা গাজীকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে শহরের ১৯২ নতুন মোবারক শাহ রোডে।

এদিকে মামলা দায়েরের আগে গৃহবধু জানান, মামলাম প্রথম আসামী ওয়াজ উদ্দিন তার দূর সম্পর্কের খালাতো ভাই। তারা পূর্ব পরিচিত। বাকি দু’জন অপরিচিত। ওয়াজ উদ্দিন তাদের বাড়ির পাশেই বাস করেন। ঘটনার রাতে তার স্বামী বাসায় ছিলেন না। তাই তিনি তার খালাতো ভাইকে নিজ বাসায় ডেকে নিয়ে আসেন এবং নিজ ইচ্ছায় ৩জনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। যা তার স্বামী দেখে ফেলেন। এরপর তার স্বামী তাকে মারধর করেন এবং মামলা করার জন্য নিয়ে আসেন। অন্যদিকে মামলার প্রধান আসামী ওয়াজ উদ্দিনের শ্যালক রফিক বলেন, ‘ওয়াজ উদ্দিন ও ধর্ষিতার স্বামী অনেক বছর যাবত ঘনিষ্ট বন্ধু। ওয়াজ উদ্দিন ধর্ষন করেনি। ওয়াজ উদ্দিন ও বাকিদের ফাসানোর জন্য তাদের নামে মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। ইতিমধ্যে ধর্ষিতা ও তার স্বামী উভয়েই আমাদের কাছে টাকা দাবি করেছে। তারা বলেছে টাকা দিলে মামলা করবে না।’

সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদিন বলেন, ‘দুপুরে গণধর্ষনের একটি মামলা হয়েছে। ধর্ষিতা নিজে বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামী ৩ জনকেই আটক করা হয়েছে।’