নিজস্ব প্রতিনিধি: নগরীতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলের (ভিপি বাদল) পক্ষে নৌকার গণসংযোগ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে শহরের পুরান কোর্ট থেকে নৌকার পক্ষে গণসংযোগ শুরু করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন দোকানে এবং পথচারীদের কাছে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। মিছিল নিয়ে নগরীর মূল সড়ক প্রদক্ষিন করে গণসংযোগ শেষে নেতাকর্মীরা দুই নম্বর রেলগেইটে অবস্থিত জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এসে জড়ো হন।
এ সময় নেতাকর্মীরা বলেন, গত দশ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকার এদেশকে নিম্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করেছে। নিজ অর্থায়নে পদ্মা সেতু বানাচ্ছে আওয়ামীলীগ সরকার। এছাড়া মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা দিচ্ছে সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
তারা আরো বলেন, আওয়ামীলীগ সরকার আরেক দফায় ক্ষমতায় এলে এই দেশ উন্নত দেশের তালিকায় চলে যাবে। তাই দেশের উন্নতির জন্য, দেশে শান্তি বজায় রাখার জন্য হলেও নৌকায় ভোট দিতে হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মাজহারুল হক খোকন, শরফুদ্দিন আহম্মেদ, লাইক আহম্মেদ সিদ্দিকী, মহানগর আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, জেলা সৈনিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক পরেশ চৌধুরী, বন্দর থানা সৈনিকলীগের সভাপতি হাবিব, ফতুল্লা থানা সৈনিকলীগের সভাপতি বাদল শেখ ফতুল্লা , ফতুল্লা থানা সৈনিকলীগের সহ সভাপতি আলী আহম্মদ টিটু প্রমুখ।