রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহিলা মাদ্রাসার শিক্ষার্থী মেহেরুন্নেছা মিম (১৩) অপহরন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সকালে মাঝিপাড়া এলাকা থেকে শিক্ষার্থীকে অপহরন করা হয়। অপহৃত মেহেরুন্নেছা মাঝিপাড়া এলাকার জাকির হোসেনের মেয়ে।
অপহৃতার পিতা জাকির হোসেন জানান, তার মেয়ে মীরকুটিরছেও মহিলা মাদ্রাসার নবম শ্রেনীর শিক্ষার্থী। পাশ্ববর্তী মিরকুটিরছেও এলাকার শফিকুল মিয়ার বখাটে ছেলে রাকিব মিয়া তার মেয়েকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। গত সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে বখাটে রাকিব মিয়া ও তার ৩/৪ জন সহযোগী প্রাইভেটকার যোগে মেহেরুন্নেছাকে অপহরন করে। বৃহস্পতিবার সকালে অপহৃতার পিতা রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারীকে দ্রæত গ্রেফতার করা হবে।