একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রফিকের গণসংযোগ

450

সময়ের চিন্তা প্রতিনিধিঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতিকের পক্ষে গণ সংযোগ করেছেন নারায়ণগঞ্জ(১) রূপগঞ্জ আসনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়ার নাওড়া, নিমের টেক ও বরুনা, হরিনাসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করা হয়।

মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলস্তরে উন্নয়ন হয়েছে। বিএনপি জামায়াত এদেশে  সন্ত্রাস, জঙ্গীবাদ আর মানুষ পুড়িয়ে হত্যা ছাড়া কখনো অন্যকিছু দিতে পারেনি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে নিয়ে যেতে আবারো নৌকা প্রতিকে ভোট চেয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহব্বান জানান।

গণসংযোগে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ হাবিবুর রহমান হারেজ, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান ভূইয়া সজিব, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, ইয়ার হোসেন, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম চৌধুরী অপু, লুৎফর রহমান মুন্না।