ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি- শিরীন আখতার

461

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৬ বছর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) বিকালে চাষাঢ়া কেন্দীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর উদোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, ১৯৭১ এ মুক্তিযুদ্ধ করেছিলাম। দেশ এখন স্বাধীন হয়েছে। তবে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর সপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি। কিন্তু তারঁই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী দেশে উন্নয়ন করে যাচ্ছে। ফ্লাইওভার ব্রীজ হয়েছে, যেখানে আগে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হত। এখন মুর্হুতেই পৌছে যেতে পারি। মেট্রোরেল হচ্ছে, পদ্মাসেতু হচ্ছে। আমরা সমুদ্র জয় করেছি যা নাকি এই বালাদেশের চেয়েও বিশাল। তাই এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতেও এই সরকারকে ক্ষমতায় আনতে হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর হোসাইন আখতার, শওকত রায়হান, বক্তা কাজী সিদ্দিকুর রহমান।