মহানগর জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ জুতাপায়ে শহিদ বেদিতে

503

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ  আজ ২৬ই অক্টবর  জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৬ বছর উপলক্ষে আলোচনা সভা। সভাটি অনুষ্ঠিত হয় শুক্রবার বকালে চাষাঢ়া কেন্দীয় শহীদ মিনারে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতার যে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল বীর বাংঙ্গালীরা ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে। এ জাতী পেয়েছিল স্বাধীন একটি বাংলাদেশ। সেই শহিদদের প্রতি কেন এতো অসম্মান এমনি প্রশ্ন শহিদমিনারে আসা সাধারন  স্রোতাদের, তাদেরকে বলতে শুনাগেলো মহানগর ও কেন্দ্রিয় নেত্রিবৃন্দ যদি এভাবেই জুতা পায়ে দারিয়ে থাকে তাহলে সাধারন মানুষ কিভাবে শহিদ বেদিতে শ্রদ্ধা করবে। কারন এখানে বিভিন্ন লোকের মধ্যোও অনেক লেখাপড়া না জানা মানুষও বক্তব্য শুনতে আসে, তখন তারা কি করবে? সভা চলাকালীন সময় দেখা গেলো মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক মো. শাহজাহান সহ নেতৃবৃন্দকে জুতাপায়ে শহিদ বেদিতে।