সময়ের চিন্তা ডট কম: নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কান্ডারী পুরুষ হিসেবে আবারও একত্রে লাখো জনতার সম্মেলন ঘটিয়ে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন শামীম ওসমান।সত্যিই যেন এদিন বাংলাদেশকে জাগাতে জেগে উঠেছিল নারায়ণগঞ্জ। কোন রাজনৈতিক দল কিংবা সরকারের কোন মন্ত্রীর আগমনী সমাবেশ নয়, স্বাধীনতা পরবর্তী অদ্যবধি যা কেউ কোনদিন করে দেখাতে পারেনি, আজ তা একাই করে দেখালেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের প্রভাবশালী এমপি আলহাজ¦ এ কে এম শামীম ওসমান।যেটিকে রাজনীতিতে শামীম ওসমানের আরেকটি নতুন রেকর্ড হিসেবেই দেখছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কেননা, সাধারন একজন এমপির আহবানে আয়োজিত জনসভায় লাখো জনতার স্বত:স্ফূর্ত অংশ গ্রহণ সত্যিই নজিরবিহীন। যা কিনা আদৌ নারায়ণগঞ্জের কোন এমপি বা রাজনৈতিক দলের একক আয়োজিত জনসভায় পরিলক্ষিত হয়নি। আওয়ামীলীগের জন্মস্থান নারায়ণগঞ্জ থেকে ঘন্টা বাজিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ জাগিয়ে তোলার যে প্রয়াস শামীম ওসমান করেছেন তাতে তিনি অবশ্যই প্রশংসার দাবীদার।
২৭ই অক্টোবর শনিবার দুপুর ৩ টায় ফতুল্লার ইসদাইস্থ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে “জেগেছে নারায়ণগঞ্জ-জেগে উঠো শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে স্বাধীনতা বিরোধী, আগুন সন্ত্রাস ও অশুভ শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ জনসভার আয়োজন করেছেন এমপি শামীম ওসমান। এই জনসভায় যোগ দিতে দুপুর ১ টার পর থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, বাদ্যবাজনাসহ মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন জনপ্রতিনিধি, পেশাজীবি, ব্যবসায়ী, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।
দুপুর গড়াতেই “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শ্লোগানে প্রকম্পিত হতে থাকে নগরীর রাজপথ। দুপুর ৩ টা বাজার পূর্বেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় জনসভাস্থল। একপর্যায়ে মাঠ থেকে সড়কে গিয়ে ঠেকে জনতার স্রোতে।শামীম ওসমানের বক্তব্য শুনতে জনসভাস্থলের আশেপাশের বহুতল ভবনগুলোর ছাদে মানুষের জটলা লেগে যায়।বিকেল ৪ টায় যখন তিনি বক্তব্য দিতে শুরু করেন, তখনো মিছিল নিয়ে অনেক নেতাকর্মীকে জনসভাস্থলে প্রবেশ করতে দেখা যায়।
এরপর ২০১৪ সালে সারাদেশ ব্যাপী বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসের কথা স্মরণ করিয়ে দিয়ে শামীম ওসমান আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহুর্ত পর্যন্ত এই ধরনের অরাজকতা প্রতিরোধের পাশাপাশি আগামীতেও দেশ ও জনগণের স্বার্থে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে লাখো জনতাকে শপথ করান।
তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষী, নারায়ণগঞ্জ জাগলেই বাংলাদেশ জেগে উঠে। তাই স্বাধীনতা বিরোধী অপশক্তি, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আজ জেগেছে নারায়ণগঞ্জ, এখন জেগে উঠতে হবে শেখ হাসিনার বাংলাদেশকে।’