সময়ের চিন্তা ডট কম: শনিবার ২৭ই অক্টোবর দুপুর ৩ টায় ফতুল্লার ইসদাইস্থ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে “জেগেছে নারায়ণগঞ্জ-জেগে উঠো শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে স্বাধীনতা বিরোধী, আগুন সন্ত্রাস ও অশুভ শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ইতিহাসে আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যের একপর্যায়ে তিনি সেখানে উপস্থিত লাখো জনতাকে এই শপথ করান।বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা ও বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস প্রতিরোধে মাঠে থাকার শপথ পড়ালেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের প্রভাবশালী এমপি আলহাজ¦ এ কে এম শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, ‘আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে, জাতির জনকের কন্যা, বিশ্বমানবতার নেত্রী, দেশরত শেখ হাসিনার পক্ষে স্বাধীনতা বিরোধী আগুন সন্ত্রাসীর সকল ষড়যন্ত্র মোকাবেলায় সদা প্রস্তুত থাকবো। ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থাকবো।’
এসময় জনসভাস্থলে উপস্থিত লাখো জনতা, দলীয় নেতাকর্মীবৃন্দও শামীম ওসমানের সাথে এক হাত উঁচিয়ে এই শপথ করেন।এরপর শামীম ওসমান “জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি” শ্লোগান ধরেন।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সহ সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, এড. ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশিদ, জেলা কৃষকলীগ সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, ফতুল্লা থানা ছাত্রলীগ সাধারন সম্পাদক এম এ মান্নান প্রমুখ।