সোনারগাঁয়ে নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান মানববন্ধন, বিক্ষোভ ও থানা ঘেরাও

461

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ক্লিনিকে ডাক্তারের অবহেলা ও ভূল চিকিৎসায় শিশু ছোঁয়া মনির মৃত্যুতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার সকালে উপজেলা চত্বরে এ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্বারকলিপি প্রদান করে ও পরে বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে। এ সময় বিক্ষোভকারীরা ডাঃ সাজ্জাদ হোসেন সুমনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম ন্যায় বিচার ও সহযোগিতার আশ্বাস প্রদান করলে বিক্ষোভকারীরা তাদের কর্মসুচি তুলে নেয়।

নিহত ছোঁয়া মনির মা সাবেক ইউপি সদস্য রুনা আক্তার জানান, গত ২১অক্টোবর বিকেলে তার মেয়ের জ্বর হলে তাকে নতুন সেবা ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাজ্জাদ হোসেন সুমন তার মেয়েকে দু’টি ইনজেকশন পুশ করেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসলে তার শরীর আস্তে আস্তে নীল হতে থাকে। এ অবস্থায় ডাক্তার সুমনকে ফোন দিলে মেয়ের মাথায় পানি ঢালতে বলেন তিনি। কিন্তু রাত ৮টার দিকে আমার মেয়ের শারীরিক অবস্থা আস্তে আস্তে আরও অবনতি হতে থাকে। এসময় পূণরায় ডাক্তার সুমনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি। পরে রাত ১২টার দিকে হাসপাতালে নেয়ার পথে আমার মেয়ে মারা যায়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীনুর ইসলাম জানান, শিশু ছোঁয়ার মৃত্যুতে তার মা রুনা আক্তার একটি স্বারকলিপি দিয়েছে। শিশু মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।