বন্দর প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের নির্দেশে নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলদ্ধি এবং শিক্ষার্থীদের সংগ্রামী ইতিহাস জানানোর লক্ষে বন্দরের ৫১নং সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিজয় ফুল তৈরি প্রতিযোগীতা ও বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় বিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগীতার উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজেদা বেগম।
এ সময় বিজয় ফুল তৈরি,গল্প রচনা,কবিতা রচনা,কবিতা আবৃত্তি,চিত্রাংকন,একক অভিনয়সহ নানা বিষয় নিয়ে অনুষ্ঠানটি সৌন্দর্য মূখরিত হয়। এ উৎসব প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদানসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজেদা বেগম ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা সভাপতি আহাম্মদ,সহকারী শিক্ষক শেখ কামাল, নুর জাহিদ বাদল,শাহ আলম,নিপা আক্তার,বিবি কুলসুম ও বিদ্যালয়ের দপ্তরী রুবেল মিয়া।