রুদ্রবার্তা ২৪ঃ২৮ই অক্টোবর রোজ রোববার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘন্টার জন্য পরিবহন শ্রমিক সংগঠনের কর্মবিরতির ফলে যাত্রী সাধারণকে পোহাতে হয়েছে সীমাহীন দুর্ভোগ। সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনসহ ৮ দফা দাবিতে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে পরিবহন ধর্মঘট করেছে বিক্ষোবপ্ত শ্রমিকরা।পাশাপশি একই দাবীতে পরিবহন ধর্মঘট চলমান রয়েছে দেশের অন্যান্য জেলা ও উপজেলাগুলোতে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কস্থ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করায় যাত্রীবাহি যান চলা চল ছিল বন্দ। এরফলে ঢাকা-চট্রগ্রামগামী যাত্রীদের জন্য ভোগান্তির কোন কমতি ছিলো না।জেলা মটর শ্রমিক ইউনিয়নের ৪৮ ঘন্টার কর্মবিরতিতে সকল পেশার মানুষের কর্মস্থলে যেতে রিক্সা, সিএনজি, ভ্যানে পথ পারি দিতে গিয়ে গুনতে হয়েছে অতিরিক্ত অর্থ। আর যাদের সমর্থের বাইরে ছিলো তারা অনেকেই পায়ে হেটে কর্মস্থলে যোগদান করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্ষীরা জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনসহ ৮দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের প্রথম দিনে গণপরিবহন বন্ধ থাকায় নারায়ণগঞ্জসহ সারাদেশে তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। অচল হয়ে পড়েছে সাধারন মানুষের জীবন যাত্রা।
এরফলে বিভিন্ন এলাকায় অফিসগামী হাজার হাজার যাত্রী গাড়ির অপেক্ষার প্রহর গুনতে দেখা গেছে। অফিস সময় হওয়ায় অনেকে পাগলের মতো হন্য হয়ে খুঁজছে গাড়ি। কোথাও কোনো পরিবহন না পাওয়ায় কেউ পায়ে হেঁটে, কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি, রিকশায় বা ভ্যানে করে গন্তব্যস্থলে পারি জমিয়েছেন। সর্বপরি পরিবহন ধর্মঘটের কারনে সাধারন মানুষের ছিলো সীমাহীন দুর্ভোগ।