সময়ের চিতা ডট কম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরে ঐতিহাসিক বড় সর্দারবাড়ির রেস্টোরেশন কাজের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই উদ্বোধন করেন। এসময় সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাল্টিমিডিয়া প্রজক্টেরের মাধ্যমে তা সরাসরি দেখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, পৌর কাউন্সিলর জাহেদা আক্তার মনি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার, সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম ফেন্সী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ।