বখাটের হুমকিতে নির্যাতিত স্কুল ছাত্রীর আত্মহত্যা

506

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক বখাটের প্রাণনাশের হুমকিতে আখি আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্য রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নানাখী গোলনগর এলাকার শাহজাহানের মেয়ে আখি আক্তার স্থানীয় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো। গত প্রায় ৬ মাস যাবত স্কুলে আসা যাওয়ার পথে তাকে নানাখী মধ্যপাড়া এলাকার মনির হোসেনের বখাটে ছেলে সাকিব (১৬) প্রেম নিবেদন করে আসছিলো। এতে সাড়া না দেয়ায় গত ৮ অক্টোবর বখাটে সাকিব আখি আক্তারকে স্কুল গেইটের সামনে কিল, ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত আহত করে। এসময় সহপাঠীরা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে এ ঘটনায় আখি আক্তারের পিতা শাহজাহান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বখাটে সাকিবকে গ্রেফতার করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের সাজা দেয়া হয়।

এদিকে জেল থেকে বের হয়ে সাকিব আখি আক্তারকে পুনরায় উত্যক্ত করতে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১১টার দিকে সে আখিকে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। পরে আখি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সোনারগাঁ থানার (ওসি) তদন্ত মো. সেলিম জানান, স্কুল ছাত্রী আখি আক্তারের আত্মহত্যার বিষয়টি খুবই দুঃখজনক। তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।