৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক বিক্রির ৯০ হাজার টাকাসহ প্রাইভেট কার জব্দ

486

সময়ের চিন্তা ডট কমঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গত ৩১ অক্টোবর ২০১৮ খ্রিষ্টাব্দে বিকাল ১৬২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলায় সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব-১১ এর চেকপোষ্টে একটি প্রাইভেট কারসহ মোঃ নুর আলম @রানা (৩৬) কে আটক করা হয়। এই সময় নুর আলম @ রানার দেহ ও প্রাইভেট কারে তল­াশী করে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেব পাড়াস্থ তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরো ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪০,০০০/-(চলি­শ হাজার) টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ নুর আলম @ রানার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন কালুয়াই গ্রামো দীর্ঘদিন যাবত সে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করে আসছে। প্রথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ নুর আলম @রানা জানায় দীর্ঘ ৪ বছর যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত। টেকনাফের ইয়াবা পাচারকারীরা সরাসরি তার কাছে বিভিন্ন পরিবহন ও লোকজনের মাধ্যমে ইয়াবা পাঠায়। রানা এই ইয়াবা গুলো ঢাকা, গাজীপুর, নারয়াণগঞ্জ ও নরসিংদী জেলার পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে এই ইয়াবাগুলো পৌঁছে দিত। ইয়াবার ব্যবসা করে সে একটি ট্রাকের মালিক হয়েছে। ইয়াবা পরিবহনের সুবিধার্থে বছর খানেক আগে একটি প্রাইভেট কার কিনেছে। জব্দকৃত প্রাইভেটকারটি নিজে চালিয়ে পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পৌঁছে দিত ।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।