একই পরিবারের ৪জনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসী সুরুজ বাহিনী

441

সময়ের চিন্তা ডট কমঃ বন্দরে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় গার্মেন্টস শ্রমিক রনিসহ একই পরিবারের ৪জনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসী সুরুজ বাহিনী। রোববার সকাল বন্দর থানাধীন পুরানবন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছে বন্দর চৌধুরী বাড়ি এলাকার আঃ সাত্তার মিয়ার ৩ ছেলে মোঃ রনি(২২),সিরাজ মিয়া(৩৮),শাওন (১৬) ও পুত্রবধু রুপালী।

এ ব্যাপারে আহত রনির বড়ভাই সিরাজ মিয়া বাদী হয়ে অভিযুক্তদের আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন যাবৎ বন্দর ইউনিয়নস্থ চৌধুরীবাড়ী এলাকার বাবুল মিয়ার ছেলে সুরুজ ও রাসেল সিরাজ মিয়ার ছোটভাই রনিকে মাদক ব্যবসায়ের জন্য নানা প্রলোভন দেখিয়ে আসছে। কিন্তু রনি বরাবরই তাদের প্রস্তাব প্রত্যাখান করে আসছে। এরই ধারাবাহিকতায়,রোববার সকালে সুরুজ ও রাসেল ফের রনিকে মাদক এনে দিতে বললে উভয়ের মধ্যে বাকযুদ্ধ হয়। পরে সুযোগ বুঝে সুরুজ ও রাসেলসহ তার সাঙ্গপাঙ্গরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ সিরাজদের বাড়িতে প্রবেশ করে রনিসহ তার পরিবারের সকলের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হাতে থাকা লাঠি-সোটা দিয়ে তাদেরকে এলোপেথারী পেটাতে থাকে। এক পর্যায় সুরুজের হাতে থাকা চাপাতি দিয়ে সিরাজের ছোট ভাই রনির মাথায় কুপিয়ে আহত করে। এ সময় আহতদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় আহত রনিকে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।