ডাকাতি প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক

494

সুমন হাসান, সময়ের চিন্তা ডট কম :ডাকাতির প্রস্তুতিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা মারিখালী সেতুর সামনে থেকে চার ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশী তৈরী ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও ৩টি ধারলো বড় ছোরা উদ্ধার করা হয়।

রোববার (৪ নভেম্বর) ভোর রাতে সোনারগাঁও থানার পুলিশের এসআই আব্দুল হক শিকদারের নেতৃতে তাদের আটক করা হয়।

ধৃত ডাকাতরা হলেন, উপজেলার হাবিপুরপুর গ্রামের দুলালের ছেলে সোহান (২২), ভবনাথপুর গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে সিরাজ (২৩), গোহাট্টা গ্রামের কামালের ছেলে নুরুজ্জামান (২৩) ও ইছাপাড়া গ্রামেরধনু মিয়ার ছেলে শাওন (২৩)।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই আব্দুল হক শিকদারের নেতৃতে সঙ্গীয় ফোর্স নিয়ে আগ্নেয়াস্ত্রসহ সোহান, সিরাজ, নুরুজ্জামান ও শাওন নামে চার ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসেন।

রোববার ধৃত ডাকাতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির পৃথকভাবে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।