র‍্যাব ১১ কর্তৃক হেরোইন ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

404

সময়ের চিন্তা ডট কমঃ র‍্যাব ১১এর নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০৫/১১/২০১৮ইং  তারিখ রোজ সোমবার বেলা ১২:৩৫ মিনিটের সময়  নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর চানমারী বস্তি এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া  আসামী আসামী ১। মোছাঃ নাজমা(২৬), পিতা-আহম্মদ আলী, মাতা-রাবিয়া খাতুন, স্বামী- বেল্লাল, সাং- আদারভিঠা (সারিয়াল ব্রীজ এর সামান্য সামনে), থানা- মাদারগঞ্জ, জেলা-জামালপুর, এ/পি পূর্ব ইসদাইর, চানমারী বস্তি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে ৯১ (একানব্বই) পুড়িয়া হেরোইন ও হেরোইন বিক্রির নগদ ১৫৩০/= টাকা সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়। উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। তাহার বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইতেছে।