সময়ের চিন্তা ডট কমঃ ঢাকা রেঞ্জের সেরা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম। এ জন্য তাকে পুলিশের পক্ষ থেকে শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা রেঞ্জের কনফারেন্স রুমে (ডিআইজি) ঢাকা রেঞ্জ আব্দুল্লাহ আল মামুন এই সম্মাননা প্রদান করেন।
জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষা, অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী সাফল্য অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, চোর-ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতার এবং ভূমি-দস্যুদের সাথে আপোষহীন কর্মকান্ডের জন্য তাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক, আসাদুজ্জামান ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার আনিছুর রহমান।