সময়ের চিন্তা ডট কমঃ নারায়নগঞ্জের ১নং রেল গেট সংলগ্ন ওসমান টাওয়ারের রাসেল গার্মেন্টেস অগ্নিকান্ডে আতংকের সৃষ্টি হয়েছে।
১৪ই নভেম্বর বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে আগুন নিয়ন্ত্রনের জন্য ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।
এ ব্যাপারে শাকিল নামের এক কারখানা কর্মকর্তা বলেন, রাসেল গার্মেন্টেস এর ২য় তলায় বৈদ্যুতিক কাজ করার সময় সুইচে আগুন ধরার কারণে এই অগ্নিকান্ডের সৃষ্টি হয়। কারখানার ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে গেলে তিনি বলেন, আগুন কই, আগুন লাগেনিতো, ওয়ারিং এর কাজ করতে গিয়ে একটু ফায়ার করাতে ধুয়া বের হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানায় ওয়ারিং হতে আগুনের সৃষ্টি হয়। ঘটনা স্থলে ফায়ার সার্ভিস আসার আগেই কারখানার লোকেরাই আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।