পঙ্গু বৃদ্ধকে বয়স্কভাতা কার্ড তুলে দিলেন কাউন্সিলর হান্নান সরকার

358

 বন্দর প্রতিনিধিঃ বন্দরে আবুল হোসেন(৬৬)নামে এক পঙ্গু বৃদ্ধকে স্বহস্তে ৬হাজার টাকার বয়স্কভাতা কার্ড তুলে দিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। বৃহস্পতিবার রাত ১০টায় বন্দর শাহীমসজিদ এলাকার আনুমুন্সির ভাড়া বাড়িতে গিয়ে তিনি এ কার্ডটি তুলে দেন।

 এ সময় সুবিধা বঞ্চিত পঙ্গু বৃদ্ধ আবুল হোসেন কান্নায় ভেঙ্গে পড়ে কাউন্সিলর হান্নান সরকারকে উদ্দেশ্য করে বলেন,আমি পঙ্গু হয়ে দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছি। আত্নীয়-স্বজন কেউ কোন খবর নেয়নি। অথচ আমার অসুস্থ্যতার সংবাদ শুনে কাউন্সিলর হান্নান সরকার বয়স্কভাতার কার্ডটি নিজে আমার বাড়িতে এসে পৌছে দিয়েছেন। এমন মানবদরদী কাউন্সিলরকে পেয়ে আমরা ২১নং ওয়ার্ডবাসী গর্বিত। প্রান ভরে আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি যেন কাউন্সিলর হান্নান সরকার দীর্ঘজীবন লাভ করে।

এ সময় কাউন্সিলর হান্নান সরকার ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবু শিকদার,দেলোয়ার,শামীম,আফজাল হোসেন,সুমন,মেহেদী প্রমূখ।