রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় শতাধিক দরিদ্র রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আল-রাফি হসপিটালের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে হাসপাতালের পক্ষ থেকে শুক্রবার সকালে এ চিকিৎসা সেবা দেয়া হয়। প্রতিষ্ঠা বার্ষিকী ও ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল-রাফি হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান ও লেখক, কলামিস্ট, গবেষক আলহাজ¦ লায়ন মীর আব্দুল আলীম, ভুলতা জেনারেল হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য মিলন মিয়া, ডাঃ আব্দুল হালিম, আরমানুজ্জামান, আঃ মতিন, জহিরুল প্রধান, এ হাই মিলন, আরিফ হোসেন ভুইয়া, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মাষ্টার, মনির হোসেন মনু, ব্যবসায়ী আরিফ হাসান আরব প্রমুখ। অল্প খরচে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করায় আল-রাফি হসপিটালের সুনাম করেন উপস্থিত অতিথিবৃন্দ।