রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

437

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে দ্বীন ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ী ও সেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দ্বীন ইসলাম উপজেলার মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ জানায়, দ্বীন ইসলাম একজন মাদকসেবী। এছাড়া ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। সকালে ১০ পিছ ইয়াবাসহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এদিকে, দ্বীন ইসলামের বাবা মোহাম্মদ আলী জানান, অল্প বয়সেই দ্বীন ইসলাম মাদকাসক্ত হয়ে পড়ে। মাঝে মাঝে মাদক বিক্রি করে। এসবের প্রতিবাদ করায় প্রায় সময়ই ছেলের হাতে মারধরের শিকার হতে হয়েছে।