রুদ্রবার্তা রিপোর্ট: ফতুল্লার কায়েমপুর এলাকার মো: মিরাজ চৌধুরী ও তার পরিবারকে অএ এলাকার একটি কুচক্রী মহল নানাভাবে হয়রানি করে আসতেছে।তাদের মূল পরিকল্পনা হলো মিরাজ চৌধুরী যেন তাদের নিজ বাড়িতে বসবাস করতে না পারে।তাই অএ এলাকার বিবাদী মৃত্যু আমীর উদ্দিনের ছেলে মো: খোরশেদ আলম (৪৮),মোহাম্দ(২৭),মো:শাকিল(৩২) উভয়ের পিতা সালাম সরকার, মো:পাপ্পু (৩o) পিতা ভুটু কায়েমপুর চেয়ারম্যান বাড়ি রোড। এদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়রী করে, যাহার নং ৭৯১ তাং:১৭/১১/২০১৮ইং। ডায়রীতে মিরাজ চৌধুরী উল্লেখ করেছে। উক্ত ব্যাক্তিরা প্রতিবেশী হওয়া সত্বেও কারনে-অকারনে আমাদের বাড়িতে এসে ঝগড়া বিবাদ করে থাকে এবং আমার স্ত্রী, ছেলেকে গালাগালি করে থাকে। এমনকি প্রান নাশের হুমকি দিয়ে থাকে এবং বিভিন্ন সময় পুলিশ দিয়ে হয়রানি সহ মিথ্যা মামলার ভয় দেখায়। মিরাজ চৌধুরীর ভাষায় আমরা ভদ্র লোক বিধায় তাদের সাথে আমরা ঝগড়া বিবাদে পারি না। কারন তারা একটি জোট বদ্ধ চক্র। আমার ছেলে একটি প্রেট্রোল পাম্পে চাকরি করে। আর বিবাদীরা অএ এলাকার বখাটে, তাই তারা যে কোন সময় আমাকে ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাদের অত্যাচারের তার নিজ বাড়িতে থাকতে পারেন না বলে দাবি করেছেন মো:মিরাজ চৌধুরী। তাই এ ব্যাপারে ভুক্তভোগী জরুরীভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।