সময়ের চিন্তা ডট কমঃহেলপার কর্তৃক নিয়ে আসা ডিম ভেজে না দেয়ায় শত বছরের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ শহরের বোস কেবিন তালা মেরে বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে তান্ডব চালায় উৎসব পরিবহণের কিছু সন্ত্রাসী শ্রমিক । এমন ঘটনায় আতংকিত হয়ে নাস্তা ফেলে অনেকেই চলে যায়। শনিবার সকাল পৌনে ১১টায় সকালের নাস্তা করতে আসা রাজনীতিবিদ,জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতা, সংবাদকর্মীদের অনেকের সামনেই বোস কেবিনে এঘটনাটি ঘটেছে। হামলা সম্পর্কে বোস কেবিনের ম্যানেজার সুজিৎ জানান, সকাল সাড়ে ১০টায় একজন লোক দুটি ডিম হাতে করে এনে তা ভেজে দিতে বলে। বোস কেবিনে ডিম ভেজে দেয়ার কোন উপায় নাই বললে উৎসব বাসের হেলপার ধমকি দিয়ে জানায় ”এই ডিম উৎসব বাসের মালিক শহিদুল্লাহ খাবেন। ডিম ভেজে না দেয়ার ঘটনা মুঠোফোনে জানানো হলে মূহুর্তের মধ্যে প্রায় ২০/২৫ জন এসে হামলা করে বোস কেবিন থেকে মালিক মেসিয়ারদের ধরে নেয়ার জন্য তান্ডব চালায়।
এ সময় উপস্থিত মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ ৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জিএম আরাফাত, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, ভিতরে বসে নাস্তা ছেড়ে উঠে আসেন। বোস কেবিনের বাইরে অনেকের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের আরেক মনোনয়ন প্রত্যাশী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু, কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বন্ধন পরিবহণের পরিচালক ইউসুব আলীসহ অনেকেই এমন তান্ডব দেখে হতভম্ব হয়ে পরেন। তা এমন তান্ডবের এক পর্যায়ে আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম পরিবহণ সন্ত্রাসী আলতুর নেতৃত্বে আসা সকল সন্ত্রাসীদের থামানোর চেষ্টা করে শহিদুল্লার মুঠোফোনে ফোন দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ফিরতি ফোন পেয়ে ডিম দুটি নিয়ে ফিরে যায় হামলাকারী সন্ত্রাসীরা।
বোস কেবিনের মালিক প্রয়াত ভুলুবাবুর নাতি বর্তমান কর্ণদার তারক বোস ক্ষোভ প্রকাশ করে জানান, এই ঘটনা উপস্থিত সকলেই দেখেছে। আমার আর কি বলার আছে ?