আওয়ামীলীগের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমানের সাথে নির্বাচনে সম্ভাব্য প্রার্থী গিয়াস

479

সময়ের চিন্তা ডট কমঃ  নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমানের সাথে নির্বাচনের মাঠে সম্ভাব্য প্রার্থী  বিএনপি’র সাবেক সাংসদ আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের। ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে শামীম ওসমানকে পরাজিত করে এমপি নির্বাচিত হয় গিয়াস। তবে শামীম ওসমান বরাবরই অভিযোগ করে এসেছেন যে সে সময় ব্যালট বাক্স ছিনতাইয়ের মাধ্যমেই নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন গিয়াস।

তবে এরপর আরও দুইটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও সেই নির্বাচনগুলোতে আর প্রতিদ্বন্দী হওয়ার সুযোগ হয়ে উঠেনি তাদের।  কারন, ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শাহ আলম ও আওয়ামীলীগের প্রার্থী  চিত্রনায়িকা সারাহ বেগম কবরী প্রতিদ্বন্দী করে তাঁকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়। এরপর  ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করায় নারায়ণগঞ্জ-৪ আসনে বিনা প্রতিদ্বন্দীতায় এমপি নির্বাচিত হয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান।

তাই বিশ্লেষকদের মতে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী  গিয়াস উদ্দিনকে পরাজিত করে ২০০১ সালের পরাজয়ের প্রতিশোধ নিবেন শামীম ওসমান। সে জন্যই দিনে রাতে, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ, যখনই সুযোগ পাচ্ছেন সেখানেই নির্বাচনী গণসংযোগে ছুটে চলেছেন আর তুলে ধরছেন নিজের ক্ষমতাকালীন সময়ের উন্নয়ণ চিত্র।

এদিকে, হারানো আসন পুনরুদ্ধারে  মরিয়া হয়ে উঠেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থী গিয়াস উদ্দিন । যদিও একাদশ নির্বাচনে বেশ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সাথে যুক্ত হয়েই বিএনপি নির্বাচনে অংশ নেয়ায় আসন ভাগাভাগি হবে তবুও আওয়ামীলীগের হেভীওয়েট প্রার্থী শামীম ওসমানের সাথে টেক্কা দিতে গিয়াস উদ্দিন নিজেকেই যোগ্য মনে করে দলীয় মনোনয়ন প্রত্যাশায় জোর লবিং চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে।

সূত্রে প্রকাশ, নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নেতাকর্মীদের প্রাণ পুরুষ একেএম শামীম ওসমান। যার এক কথায় নারায়ণগঞ্জে লাখো জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়ে যায়। বিভিন্ন সময়ে দলের প্রয়োজনে নিজের সামর্থের প্রমাণ রাখা শামীম ওসমান তাই আসন্ন নির্বাচনে আওয়ামীগের প্রথম পছন্দ। ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন এই নেতা। সে সময় নারায়ণগঞ্জের ইতিহাসে সর্বাধিক উন্নয়ন কাজ করে ইতিহাসের অংশ হয়ে যান সাংসদ শামীম ওসমান।

এদিকে শামীম ওসমান ও মো: গিয়াস উদ্দিনের মনোনয়নের খবরে টানটান উত্তেজনা বিরাজ করছে ফতুল্লা সিদ্ধিরগঞ্জের মানুষের মধ্যে। সকলেই জমজমাট একটা লড়াই দেখার অপেক্ষায়।