সময়ের চিন্তা ডট কম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ মহিলা পরিষদের আহবান সম্বলিত লিফলেট নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিতরণ করা হয়।
শনিবার (১৭ই নভেম্বর) সকাল ১১টা ঘটিকার সময় নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট, ১নং খেয়াঘাট, ২নং রেলগেট মোড় এলাকায় এই কর্মসূচী পালন করে নেতৃবৃন্দ। একাদশ জাতীয় সংসদ নির্বানে রাজনৈতিক দলের প্রতি বাংলাদেশ মহিলা পরিষদের আহবান নারী-পুরুষের সমঅধিকারসহ সমতাভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার অঙ্গীকার থাকতে হবে, নারী আসনে সরাসরি নির্বাচন ও এক তৃতীয়াংশ আসন বৃদ্ধি করতে হবে, স্বচ্ছ প্রার্থীদের মনোনয়ন দিতে হবে। সিডও সনদের ২ ও ১৬-১(গ) ধারার সংরক্ষণ প্রত্যাহার করতে হবে ও অনুমোদন দিতে হবে। নির্বাচিত সরকারের প্রতি আহবান ৭২ এর সংবিধান পূনরায় প্রতিষ্ঠিত করা, জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন করা। নারী-পুরুষ সকল ভোটারের প্রতি আহবান যোগ্য, সৎ, জেন্ডার সংবেদনশীল মানসিকতা ও দায়িত্বশীল প্রার্থীদের নির্বাচিত করবেন। নারী নির্যাতনকারী, মৌলবাদী, পেশীশক্তি ও কালো টাকার মালিক বর্জন করতে হবে। তাহলেই নারী-পুরুষের সমতাভিত্তক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সভাপতি লক্ষী চক্রবর্তী। কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সহ সভাপতি রেখা চৌধুরী, জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি আন্জুমান আরা আক্সির, আন্তজার্তিক সম্পাদক রেখা সাহা, জেলা সহ সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, অ্যাডভোকেসী লবী ডিরেক্টর জনা গোস্বামী ও আন্দোলন উপ-পরিষদের সদস্য হামিদা খাতুন। জেলার পক্ষে সহ সভাপতি অধ্যাপিকা রাশিদা আক্তার ও কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা ও প্রশিক্ষণ সম্পাদক তড়িতা সাহা প্রমুখ।