সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠিত,বাদ পড়লেন মৌসুমী

649

সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির ১০১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। ২১ নভেম্বর বুধবার জেলা জাতীয় পার্টির আহŸায়ক আবু জাহের এই কমিটির অনুমোদন করেন। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির পূর্বের কমিটিকে বাতিল করে এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নবগঠিত কমিটিতে আলী হোসাইন আহŸায়ক ও জামপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম আহŸায়ক নির্বাচিত হয়েছেন শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর রউফ, হাজী সুলতান খাঁন, নোয়াগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম ও আবুল হাশেম।

প্রসঙ্গত, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অনন্যা হুসেইন মৌসুমী সম্প্রতি দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। এ ঘটনায় ২০ নভেম্বর সোনারগাঁ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক বাদী হয়ে অনন্যা হুসেইন মৌসুমীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। ওই মামলার এক দিন পরেই উপজেলা জাতীয় পার্টির পূর্বের কমিটিকে বিলুপ্ত করে নতুন আহŸায়ক কমিটি গঠন করা হলো। ফলে পদ হারিয়ে সোনারগাঁয়ের রাজনীতি থেকে ছিটকে পড়লেন এরশাদের পালিত কন্যা দাবিদার অনন্যা হুসেইন মৌসুমী।