স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁও উপজেলাধীন কাঁচপুর স্ট্যান্ড সংলগ্ন মসজিদ মার্কেটের ৩য় তলায় শনিবার সকাল ১০টায় আলোচনা সভা ও কেক কেটে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কবি জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও অত্র কমিটির সাধারণ সম্পাদক হাজী মোঃ মাসুদ খাঁনের সার্বিক তত্বাবধানে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি জসীম উদ্দিন আহাম্মেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, সবাই সোচ্চার হলে আবহমান বাংলার ঐতিহ্য ও পরিবেশের জন্য খুব জরুরী আমাদের নদীগুলোকে বাঁচানে সম্ভব। পদ নিয়ে আমাদের ঘরে বসে না থেকে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে শিল্প-কারখানার কর্তৃপক্ষকে বুঝাতে হবে এবং তাদের সাথে মতবিনিময় করতে হবে। তিনি আরও বলেন, সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে তিনি আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের জন্য পূর্বের মত কাজ করতে পারেন। ঘরে ঘরে গিয়ে আমাদেরকে নৌকার প্রচারণা চালাতে হবে এবং জনগণকে নৌকায় ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে সকলে আবারও নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এবং নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করুন। উক্ত আয়োজনে সভাপতির বক্তৃতায় কবি জামান ভূঁইয়া বলেন, নদী বাঁচাও আন্দোলনের পূর্বের জেলা কমিটি ও বর্তমান কমিটির কার্যক্রমের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। সত্যিকার অর্থে যোগ্যদের কমিটিতে স্থান দেয়া হয়েছে এবং নদীকে দূষণমুক্ত রাখতে সর্বোপরি নদীকে বাঁচাতে আমাদের কার্যক্রম চলছে। আমাদের কার্যক্রমে আপনার যেকোন পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। সকলে সহায়তা করলে আমরা নদীকে বাঁচাতে ব্যাপকভাবে কাজ করতে পারব ইনশাল্লাহ। অচিরেই আমাদের কার্যক্রমের দৃশ্যমান প্রতিফলন আপনারা দেখতে পাবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. মহসিন আলী মন্ডল প্রিন্স, যুগ্ম সম্পাদক শেখ কালিমুল্লাহ ইকবাল, সোনালী ব্যাংক এমপ্লয়েজ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ জামাল উদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ওমর ফারুক, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি লিয়াকত হোসেন খাঁন রবিন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি ডাঃ হোসাইন, নারায়ণগঞ্জ জেলা প্রাইভেটকার ড্রাইভার ইউনিয়নের সভাপতি শামছুল হক, নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক রবিন খাঁন, নদী বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান খন্দকার, সহ-সভাপতি সেলিনা রুহুল ও আবুল খায়ের মুন্সী উপস্থিত ছিলেন। তাছাড়া এ সময় নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের তাঁত ও বস্ত্র বিষয়ক সম্পাদক বদিউজ্জামান প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় আহম্মেদ চৌধুরী, বন্দর থানা তাঁতী লীগ নেতা সিরাজুল ইসলাম, নদী বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোমেন মিয়া, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক উত্তম সাহা ও মিজানুর রহমান, অর্থ সচিব নূর মোহাম্মদ, প্রচার সম্পাদক সানাউল্লাহ মুন্সী, আজিজুল্লাহ, জাহিদ হোসেন কমল, চিত্রনায়ক জিদান চৌধুরী সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।