প্রেস বিজ্ঞপ্তী :পীরে কামেল, হযরত শাহসূফী মুহাম্মদ হাবিবুর রহমান খলিফা (রহ:) এর প্রথম মৃত্যু বার্ষিকী আজ। গত বছরের এই দিনে বার্ধক্য জনিত অসুস্থতার কারনে স্থানীয় একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। দিবসটি উপলক্ষে তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাগৈ গ্রামের নিজ বাড়িতে বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে শরিক হতে হযরতের ভক্ত, গুনগ্রাহী শুভাকাঙ্খি ও ধর্মপ্রাণ মুসল্লীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর ছেলে দৈনিক ইনকিলাবের সাবেক সাব এডিটর গোলাম মোস্তফা রুমী । দীর্ঘ চার দশক ধরে তিনি উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল হযরত সৈয়দ আলী আজম ও হযরত সৈয়দ গাজীউল হক চাঁদপুরীশাহ (রহ.) এর প্রবীণ খলিফা ছিলেন। বনাঢ্য কর্মময় জীবনে তিনি অসংখ্য মানুষকে আলোর পথে নিয়ে এসেছেন। নবী প্রেম ও খোদা পাওয়ার দীক্ষা দিয়ে গেছেন।