আমি আপনাদের গোলাম হতে চাই–সেলিম ওসমান

518

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেওএম সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ উন্নয়নশীল ।তারা সুশিক্ষিত তারা ভালো মন্দ বুঝতে সবার চেয়ে এগিয়ে ।উন্নয়নের ক্ষেত্রে তারা ভেদাভেদহীন ।আমরা নারায়ণগঞ্জবাসী খুবিই স্মার্ট এবং শান্তিপ্রিয়। মনে করে দেখেন আমাদের ইউপি নির্বাচন , সিটি নির্বাচন কিংবা জাতীয় নির্বাচনে দেশের সকল টেলিভিশন চ্যানেল প্রচার করেছে যে এ এলাকায় একটা না একটা বিশৃঙ্খলা

হবেই হবে। কিন্তু না একফোটা রক্তপাত ছাড়াই আমরা নির্বাচন করেছি ।তাই নারায়ণগঞ্জের মানুষের কোন মার্কার প্রয়োজন নাই । তাদের প্রয়োজন   মার্কা উন্নয়ন মার্কা । তারা এমপি চায় না তারা একজন গোলাম চায় । আমি সেলিম ওসমান বলে দিতে চাই আপনারা আমাকে মনোনয়ন দিলে আমি আবারো আপনাদের গোলাম হতে চাই ।সোমবার বিকেলে বন্দরে ১নং খেয়াঘাটস্থ সুরুজ্জামান টাওয়ারে   উপজেলার সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভা ও দোয়ার অনুষ্ঠানের প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।এসময় তিনি আরোম বলেন ,

ইনশল্লাহ আমাকে নির্বাচিত করলে নারায়নণগঞ্জের ২০লাখ মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করব ।আশা করি আগামী বছরের জুনের মধ্যে নারায়ণগঞ্জের কোন মানুষকে আর হতদরিদ্র বলবে না ।শান্তিরচর সত্যিই একটি বানিজ্যিক এলাকায় পরিনিত হবে। জেনে রাখুন ,আমার মার্কা ধানের শীষ,আমার মার্কা নৌকা ,আমার মার্কা লাঙ্গল আমার মার্কা আনারস ।অতএব আপানার সেলিম ওসমান মার্কায় ভোট দিবেন । আল্লাহ যদি সহায় হন তাহলে অবশ্যই আপনাদের গোলাম হয়ে ফিরে আসব।

নারায়ণগঞ্জ জেলা জাপার আহ্বায়ক আলহাজ্ব আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ,নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল আহমদ, নাসিক’র  ১৯ নং ওয়ার্ড কাউন্সিলল ফয়সাল মোহাম্মদ সাগর ,  ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার , ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ,২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণ , ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান  সানাউল্লাহ সানু , কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধাণ , ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ , মুসাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ আহমেদ , কলাগাছিয়া ইউনিয়ন জাপা’র  সভাপতি বাচ্চু মিয়া ,জাপা নেতা  মঞ্জুর হাসান মঞ্জু ,আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমূখ।