রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নানা জল্পনা কল্পনার পর অবশেষে রূপগঞ্জে “গাজী-ই হলো নৌকার মাঝি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের -১ রূপগঞ্জ আসনে তৃতীয়বারের মতো গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)কে আওয়ামী লীগের নৌকার মাঝি হিসাবে মনোনয়ন দেওয়ায় গোলাকান্দাইল ইউনিয়ন মহিলা লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। গতকাল সোমবার সকাল ১১টায় গোলাকান্দাইল ইউনিয়ন মহিলালীগ সভানেত্রী রেখা আক্তারের নেতৃত্বে মিছিলটি গোলাকান্দাইল এলাকা থেকে বের হয়ে ভূলতা গোলচত্তর হয়ে সাওঘাট এলাকা পর্যন্ত প্রদক্ষিন করেন। এসময় মিছিলকারীর গাজী ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, নৌকার মাঝি গাজী ভাই, নৌকা মার্কায় ভোট চাই, ভোট দিন, ভোট দিন, নৌকায় মার্কায় ভোট দিন বলে ¯েøাগান দেন। এসময় মহিলালীগ নেত্রী রতœা বেগম, মাসু আক্তার, মর্জিনা আক্তার, মমতাজ বেগম, শিল্পী আক্তার, হাসনা হেনা, শারমিন, আমেনা বেগম, কাকলী বেগম সহ শতাধিক নেত্রীবৃন্দ মিছিলে অংশ নেন। মিছিল শেষে উপস্থিতিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।