ঝালকাঠি ১ আসনে আ’লীগের মনোনিত প্রার্থী হরুনের মনোনয়ন বাতিলের দাবিতে , বিক্ষোভ ও ঝাড়–-মিছিল ও প্রতিবাদ সভা

378

মোঃ রাজিব তালুকদারঃ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আ’লীগের মনোনিত প্রার্থী বর্তমান এমপি বজলুল হক হারুনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ঝাড়ু-মিছিল ও প্রতিবাদ সভা করেছে মনোনয়ন বঞ্ছিত প্রার্থী মনিরুজ্জামান মনির সমর্থকরা।আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা যুবলীগ অফিস থেকে ঝাড়– নিয়ে বিক্ষোভ ও মিছিল বের হলে কয়েক দফা পুলিশী বাধা উপেক্ষা করে ডাকবাংলো ও উপজেলার সামনে হয়ে বাইপাস গিয়ে পুনরায় যুবলীগ অফিসে এসে শেষ হয়। বিক্ষোভ ও ঝাড়–মিছিলে বজলুল হারুনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।এর আগে যুবলীগ অফিসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, রিয়াজ মাতুব্বর, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং, নাসির মৃধা, উপজেলা যুবলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদার, জাকির হোসেন, হেমায়তে উদ্দিন, মিজানুর রহমান, হুমাউন কবির, আলমগীর চৌধুরী প্রমুখ।পুলিশের বাধার বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসানের কাছে জানতে চাইলে জানান ,নির্বাচনের নীতিমালা ভঙ্গ করে মিছিল করায় পুলিশ বাধা প্রদান করছে।একই সময় কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগ এর সাধাররন সম্পাদক তরুন সিকদারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় অংশ নিয়ে বক্তাব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা।বক্তারা বলেন, বজলুল হক হারুন জনবিচ্ছিন্ন, নেতাকর্মী বিচ্ছিন্ন, রাজাকার পরিবারের সদস্য। এর আগে ১৯৯১ইং সালে তিনি বিএনপি থেকে নিবার্চন করেন এবং ১৯৯৬ইং সালে তিনি জাতীয়পার্টির প্রার্থীর সাথে নির্বাচন করেছিল। দ্রæত তার মনোনয়ন প্রত্যাহার করে দল ও কর্মী বান্ধব কাউকে মনোনয়ন না দিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।