রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রের মুখে পথরোধ করে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধা দিলে ওই ব্যবসায়ী পরিবারের ৩ নারী সদস্যকে শ্লীলতাহানী ও লাঠিপেটা করে আহত করে। গত সোমবার রাতে উপজেলার দক্ষিণবাগ বেইলার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাজী নুরু মিয়া জানান, গত সোমবার রাতে তার ছেলে ব্যবসায়ী হাজী জয়নাল মিয়া বাগবের বাজার এলাকায় রড সিমেন্ট ক্রয়ের উদ্দেশ্যে দেড় লাখ টাকা নিয়ে যাওয়ার সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রের মুখে একই এলাকার জুলহাস, শুক্কর,মজিবুর ,মনি, কামরুল, কবিরসহ অজ্ঞাত ৬/৭জনের একটি সংঘবদ্ধ প্রতিপক্ষের লোকজন গতিরোধ করে হামলা চালায়। এতে বাঁধা দিলে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় ব্যবসায়ী জয়নালকে। খবর শুনে জয়নালের স্ত্রী মোর্শেদা বেগম, ভাতিজা স্ত্রী সুফিয়া বেগম, ও স্ত্রী জামিলা বেগমসহ পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকে বেঁধড়ক পিটিয়ে আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। এদিকে মঙ্গলবার সকালে মামলা রুজু করায় প্রতিপক্ষের লোকজন বানোয়াট মামলা দিয়ে ফাঁসানোর জন্য নিজেরাই নিজেদের জমির গাছ কেটে ফেলেছে বলে জানান নুরু মিয়া। স্থানীয়রা জানায়, নুরু মিয়া ও জুলহাস মিয়াদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
অভিযুক্ত জুলহাস মিয়া বলেন, জয়নাল মিয়াদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।এ প্রসঙ্গে রূপগঞ্জ থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।