রুপগঞ্জ প্রতিনিধি: গতকাল বুধবার সকাল আনুমানিক ১১ টার সময় নারায়ণগঞ্জ-০১ আসনের সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজী বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থীতার মনোনয়ন পত্র রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করেছেন গোলাম দস্তগীর গাজী। এই সময় রুপগঞ্জ থানা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন ও তারাব পৌর যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক বায়েজিদ সাউদের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে উপজেলা কার্যলয়ের সামনে উপস্থিত হন। এসময় যুবলীগ নেতাকর্মীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। রুপগঞ্জ থানা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, কর্মী বান্ধব জনপ্রিয় নেতা নারায়ণগঞ্জ-০১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী নৌকার প্রতীকের মনোনয়ন জমা দিতে আসলে নেতাকর্মী তাকে স্বাগত জানাতে উপজেলায় ভিড় জমাতে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া রূপগঞ্জবাসী তাঁর প্রতি চির কৃতজ্ঞ থাকবেন। রুপগঞ্জ তারাব পৌর যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক বায়েজিদ বলেন, আজ আবারো প্রমান হয়েছে যে গোলাম দস্তগীর গাজী কত জনপ্রিয় একজন মানুষ। গোলাম দস্তগীর গাজীর ছোয়া রুপগঞ্জ এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী। রুপগঞ্জ যুবলীগ নৌকাকে শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও জয়ী করবে এবং সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান বায়েজিদ সাউদ।