ফতুল্লা প্রতিনিধিঃ বাংলার সূর্য সৈনিক,৭১’এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক মরহুম হাফেজ মোখতার হোসাইন এর ২৭তম মৃত্যু বার্ষিকী ২৯ নভেম্বর বৃহস্পতিবার।
এ উপলক্ষে মরহুমের পরিবারবর্গ ও হাফেজ মোখতার হোসাইন স্মৃতি সংসদের পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে এলাকার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে হাফেজ মোখতার হোসাইন স্মৃতি সংসদের সভাপতি আলহাজ আতিকুর রহসান আতিক এর পক্ষ হতে সকল আত্মীয় স্বজন, এলাকাবাসী ও মরহুমের সকল গুনগ্রাহী, বন্ধু-বান্ধবকে দোয়া মাহফিলে অংশ গ্রহন করার জন্য আমন্ত্রন জানানো হয়েছে।