বীর মুক্তিযোদ্ধা হাফেজ মোখতার’ এর ২৭তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার

393

ফতুল্লা প্রতিনিধিঃ বাংলার সূর্য সৈনিক,৭১’এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক মরহুম হাফেজ মোখতার হোসাইন এর ২৭তম মৃত্যু বার্ষিকী ২৯ নভেম্বর বৃহস্পতিবার।

এ উপলক্ষে মরহুমের পরিবারবর্গ ও হাফেজ মোখতার হোসাইন স্মৃতি সংসদের পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে এলাকার বিভিন্ন মসজিদে মিলাদ ও  দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে হাফেজ মোখতার হোসাইন স্মৃতি সংসদের সভাপতি আলহাজ আতিকুর রহসান আতিক এর পক্ষ হতে সকল আত্মীয় স্বজন, এলাকাবাসী ও মরহুমের সকল গুনগ্রাহী, বন্ধু-বান্ধবকে দোয়া মাহফিলে অংশ গ্রহন করার জন্য আমন্ত্রন জানানো হয়েছে।