ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন

492

সজীব, সময়ের চিন্তা ডট কম: ২৮ই নভেম্বর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন নারায়নগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।

বুধবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার মোঃ আতাউল রহমান ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন সংসদ সদস্য প্রার্থীরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলের শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করেন যারা তারা হলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী এড. আবুল কালাম, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ঐক্য ফ্রন্টের এসএম আকরাম, ওয়াকার্স পাটির মন্টু ঘোষ, জাতীয় পার্টির সেলিম ওসমান, বাসদের আবু নাইম খান বিপ্লব, পীরবাহাদুর শাহ এর পক্ষে তার ভাই জাহেরশাহ।

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির আলহাজ্ব শাহআলম ও অধ্যাপক মামুন মাহমুদ, আওয়ামী লীগের এ কে এম শামীম ওসমান ও কাউছার আহম্মেদ পলাশ, বাসদের সেলিম মাহমুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ইকবাল হোসেন, ওয়াকার্সপার্টির হিমাংশু সাহা, জমিয়তে ওলামায়ে ইসলামের ২০ দলীয় জোটের মুফতি মনির হোসেন কাছেমী, কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার, বিপ্লবী ওয়ার্কাস পাটির কমরেড মাহমুদ হোসেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি আজহারুল ইসলাম মান্নান পক্ষে মোঃ কামরুজ্জামান ভূইয়া, আওয়ামীলীগের আবু জাফর চৌধুরী , ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কায়সার হাসনাত, জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা।

নারায়নগঞ্জ-২ আসনে বিএনপির আতাউর রহমান আঙ্গুর, নজরুল ইসলাম বাবু, কমিউনিস্ট পার্টির  হাফিজুল ইসলাম,

নারায়ণগঞ্জ -১ আসনে বিএনপির কাজী মনিরুজ্জামান মনির, আওয়ামীলীগের গাজী গোলাম দস্তগীর।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর।মনোনয়নপত্র বাছাই ২ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ডিসেম্বর।আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।