রূপগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ মাদক কারবারি আটক

423

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ওয়ান শুটার এবং হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার বিশ^রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

রূপগঞ্জ থানার এসআই মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার পুলিশের বিশেষ অভিযান  চলাকালে গোপন সূত্রে জানতে পারেন ঢাকা-সিলেট মহাসড়কের বিশ^রোড এলাকায় মাদকের কেনাবেচা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে দুপুর ১২টা দিকে বিশ^রোড চন্দ্রপুরী হোটেলের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সন্দেহভাজন কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া এলাকার বজলু ঘরামীর ছেলে মোঃ বাবুল ঘরামী (২২)কে আটক করে। এসব তার দেহ তল্লাশী করে ৩০০ গ্রামে হেরোইন ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।