এমপি হওয়াটা বড় বিষয় নয়, জনগনের ঋণ শোধ করতে চাই-শামীম ওসমান

485

সময়ের চিন্তা ডট কমঃ তিন পুরুষ ধরে আমরা এমপি, আমার কাছে এমপি হওয়াটা বড় বিষয় নয় কিন্তু নারায়ণগঞ্জবাসীর আশা আঙ্খাংকা পূরণে আমাদের ওসমান পরিবারের ঋণ রয়েছে। মানুষের সেবার মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে আমরা জগনের এই ঋণ পরিশোধ করতে চাই বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১লা ডিসেম্বর শনিবার নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লা’র কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রভাবশালী নেতা এসব কথা বলেন।

সাংসদ শামীম ওসমান ফতুল্লা পাগলা বাজারের পথসভায় আরো বলেন, একটি পরিবারে একজন মাদক সেবি থাকলে ঐ পরিবারটি জাহান্নাম হয়ে যায়। যে ব্যক্তি এই সমাজ ধ্বংস কারী মাদক বিক্রী করেন, সেই ব্যক্তি ভালো হয়ে যান। তা না হলে পুলিশের গুলি আর আপনাদের বুক বেশী দূরে নেই। অচিরেই তাদের চিহ্নিত করে সমাজ থেকে বিতারিত করতে এবং সমাজকে বাঁচাতে মাদক ও সন্ত্রাসকে শক্ত হাতে প্রতিহত করার জন্য আহবান করেন নারায়নগঞ্জের প্রান পুরুষ সাংসদ শামীম ওসমান।

বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, জালাও পোড়াও আন্দোলন করে, সাধারণ নিরহ মানুষকে হত্যা করে, নানা রকম ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার স্বপ্ন ভুলে যান। বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই। ক্ষমতার আসনে বসার জন্য সাধারণ মানুষকে হত্যা করবেন তা এদেশের  মানুষ সহ্য করবে না। মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলার সাধারণ মানুষ জামাত শিবির জঙ্গীবাদের পৃষ্ঠ পোষকদের আর ক্ষমতায় চায় না। আপনার নেত্রী বেগম জিয়ার আমলে দূর্নীতিতে এ দেশ চ্যাম্পিয়ন হয়েছিলো। বিএনপি’র আমলে উন্নয়ন চেয়ে বেশী ছিলো লুটতরাজ ও অরাজকতা। আর বিরোধী রাজনৈতিক দল আওয়ামীলীগের নেতা-কর্মীদের উপর চালিয়েছিলেন অসহনীয় জুলুম ও অত্যাচার। আমরা অনেক সহ্য করেছি। কিন্তু বর্তমান উন্নয়নের সরকারের রূপকার এবং মমতাময়ী মা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজের জীবনের চেয়েও বেশী ভালোবাসেন এদেশের মানুষকে। উন্নয়নে দেশ আজ দক্ষিণ এশিয়ার মধ্যে রোল মডেল। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০শে ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে।

সাংসদ শামীম ওসমান আরো বলেন, যদি কাঁটা গাছ আমরা লাগাই তাহলে কাটার গাঁ’ই খেতে হবে। আর যদি ভালো ফলজ গাছ লাগান তাহলে ভালো ফলই খেতে পারবেন। তাহলে একজন ভালো মা পারে সমাজে ভালো সন্তান উপহার দিতে। মাদক ও সন্ত্রাস নির্মূলে সমাজে ভালো মাই পারে ভালো সন্তান গড়ে তুলতে। তাই সমাজকে মাদক মুক্ত করতে সকল মায়েদের উচিৎ তার নিজ নিজ সন্তানের প্রতি বিশেষ দৃষ্টি রাখা। তাহলেই শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো আমরা।

পথসভা ও উঠান বৈঠকে  পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সভাপতি আলহাজ মোঃ শাহ আলম গাজী টেনু’র সভাপতিত্বে সাংসদ শামীম ওসমানের সাথে আরো উপস্থিত ছিলেন, শহর যুবলীগ সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, জেলা কৃষকলীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিন আহমেদ, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান পিন্টু, বঙ্গবন্ধু একাডেমী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিটন হাওলাদার, মাহবুব আলম বাচ্চু, হাজী মোঃ আফজাল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মানিক চাঁন, লোড আনলোড সমিতির সভাপতি শাহাদাৎ চৌধুরী, আঃ বারেক, ইউসুফ প্রমুখ।