মাদক সেবনে এইচ-আইভির ঝুঁকি সবচাইতে বেশি: এহসানুল হক

541

রুদ্রা বার্তা ২৪ঃ  নগরীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) ডিসি অফিসের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন অফিস এর আয়োজনে ও জেলার কর্মরত সংশ্লিষ্ট এনজিও সমূহের সহায়তায় অনুষ্ঠান সঞ্চালিত হয়। এবারের প্রতিপাদ্য ‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’।

সকাল সাড়ে ১০টায় সি এস অফিস হতে র‌্যালি শুরু হয়ে ডিসি অফিসে গিয়ে শেষ হয়। পরবর্তীতে ডিসি অফিসের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক রাব্বী মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে জেলা বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার মো আনিসুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও যথাসময়ে অংশগ্রহণ করতে পারেন নি তারা।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. বসির উদ্দিন এবং লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার এর সাবেক সভাপতি ও জোন চেয়ারপার্সন জনাব লায়ন ডা. নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন সিভিন সার্জন ডা. মো এহসানুল হক।

মো. এহসানুল হক বলেন, ২০১৭ থেকে ২০১৮ সালে এইচআইবি রোগী ৮৬৫ জন বাংলাদেশে আক্রান্ত। ৭ টি দেশের মধ্যে বর্তমানে এইচআইবির রোগী বাংলাদেশে বেশি। তাই আমাদের উচিৎ এইচআইভি নিয়ে সকলের পরিবারের সদস্যদের মাঝে আলোচনা করা এবং সচেতনতা বৃদ্ধি করা। বিয়ের আগে ছেলে মেয়ে উভয়ের এইচআইভি পরীক্ষা করে নিতে হবে। স্কুল কলেজে সকলের সাথে এইচআইভি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করতে হবে। এমন সেবা দিতে হবে যাতে ৯৯ ভাগ মানুষ এইচআইবি সম্পর্কে জানে এবং জানাতে পারে। এই রোগ মানব দেহে লুকিয়ে থাকে। তাই এর গুরুত্ব সবচাইতে বেশি। ধর্মীয়ভাবে সবাইকে সচেতন করাও জরুরি। এই ভাইরাস মাদকদ্রব্য সেবনকারিদের শিরায় থাকার সম্ভাবনা সবচাইতে বেশি, তাই তারা ঝুঁকিতে আছে।