না.গঞ্জ-৫ আসনে ধানের শীষে মুখোমুখি দু ভাই

471

বন্দর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে প্রতীক নিয়ে দিধা-দ›েদ্ব পড়েছেন দুই ভাই। গত ২৭ নভেম্বর বিএনপির পক্ষ থেকে কৌশলগত কারণে দু’জনকেই ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে। ২৮ নভেম্বর ইসির কার্যালয়ে সেই মনোনয়ন জমাও দেয়া হয়।

প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করতে চলেছেন সাম্যবাদী দলের প্রধান ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা কমরেড সাইদ আহাম্মেদ ও বিএনপির সাবেক এমপি ও মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম। সম্পর্কে তারা দুজন চাচাতো ভাই।

বন্দর থানার নবীগঞ্জের বড় বাড়ীর সন্তান হিসাবেই দুজনই সু-পরিচিত । দীর্ঘ দিন যাবতই বড় বাড়ী থেকে জনপ্রতিনিধি হয়ে আসছে। কমরেড সাইদ আহম্মেদ এর পিতা এড. মইন উদ্দিন ছিলেন ন্যাপের কেন্দ্রীয় সহ-সভাপতি । ৬০ এর দশকে পৌরসভার চেয়ারম্যান ছিলেন, ১৯৭০-১৯৭৩ সনে জাতীয় সংসদ নির্বাচনে শামিম ওসমানের পিতা সামসুজ্জোহার নৌকার বিপরীতে কুরেঘর প্রতীক নিয়ে এড. মইন উদ্দিন আহাম্মেদ বজ্র কঠিনভাবে আওয়ামীলীগের সাথে প্রতিদ্ব›দ্বীতা করে নির্বাচনে দাড়িয়েছিলেন, তারই সুযোগ্য সন্তান কমরেড সাইদ ।