বন্দর উপজেলা আনসার ভিডিপির নিজ কার্যালয় শুভ উদ্বোধন

369

বন্দর প্রতিনিধিঃ ২রা ডিসেম্বর রবিবার বিকাল ৩.০০ ঘটিকার সময় বন্দর উপজেলা আনসার ও ভিডিপি এর নিজ কার্যালয়ে নব নির্মিত ভবনটি শুভ উদ্বোধন করেন মোঃ ফিরোজ খান বি এ এম, উপ মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা  রেঞ্জ, আরো উপস্থিত ছিলেন মকসুদুল রসুল জেলা কমান্ডেন্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ, মোঃ আজহারুল হুদা এডজুডেন্ট আনসার ও ভিডিপি নারায়ণগঞ্জ, দীন মোহাম্মদ মিয়া আনসার ও ভিডিপি কর্মকর্তা বন্দর, মরিউম আক্তার উপজেলা প্রশিক্ষক বন্দর, মোঃ ওমর ফারুক উপজেলা প্রশিক্ষক বন্দর, মোঃ সামসুল হক দেওয়ান সোহাগ, উপজেলা থানা  কোম্পানী কমান্ডার বন্দর, ভবনটি উদ্বোধন শেষে মোনাজাত করে মিষ্টি বিতরণ করেন।