সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৬ নং ওয়ার্ডে উঠান বৈঠকে সালমা ওসমান লিপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান নারায়ণগঞ্জবাসীর কাছে । গতকাল বিকেলে নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নারায়ণগঞ্জ জেলার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি। সালমা ওসমান লিপি বলেন, আপনাদের প্রিয় নেতা শামীম ওসমানকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় এনে দেশকে আরো উন্নতশীল দেশ গড়ার জন্য দেশবাসীর কাছে ভোট প্রার্থনা করেন সালমা ওসমান লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান মন্ডল, মহানগর আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক কাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সাদেকুর রহমান সাদেক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, নারাযণগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভাপকি অধ্যাপক ড. শিরিনা আক্তার, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল, সিদ্ধিরগঞ্জ সেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান প্রমূখ। সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম মন্ডল বলেন, বিএনপি একটি জ্বালাও পোড়াও দল। তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশকে আফগানিস্তান বানাবে। তাই সাবধান যেন বিএনপি আর ক্ষমতায় আসতে না পারে। শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা পরিয়ে আনা হবে। সিরাজুল ইসলাম মন্ডল আরো বলেন, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি, শামীম ওসমানের কোন বিকল্প নেই।