নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ- ৩ আসনে আওয়ামীলীগের সাবেক এমপি কায়সার হাসনাতের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছন জেলা রিটার্নিং অফিসার।
রোববার (২ ডিসেম্বর) জলো রিটার্নিং অফিসারের কার্যালয়ে সন্ধ্যার দিকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ঐ দিন তার মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরবর্তীতে আরো যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের শফিকুল ইসলাম, জাতীয়পার্টিরলিয়াকত হোসেন খোকা, বিএনপির আজহারুল ইসলাম মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা মো.ছানাউল্লাহ নূরী, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টিরআঃ সালাম বাবুল, গণফ্রন্টের সিরাজুল ইসলাম, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটএফ) এর মো.মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনন্যা হোসাইন মৌসুমী, আব্দুল্লাহ আল কায়সার ওরফে কায়সার হাসনাত, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির এএনএম ফখর উদ্দিন ইব্রাহিম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর মো.সাহাব উদ্দিন হোসেন ভূইয়া, জাকের পার্টিরমোস্তফা আমীর ফয়সল, মো. মুরাদ হোসেন জামাল এবং বাংলাদেশ কল্যাণ পার্টিররাশেদ ফেরদোস।