সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার পক্ষে তার স্ত্রী ডালিয়া লিয়াকত সোমবার বিকেলে সোনারগাঁ পৌরসভার দরপত ও ঠোটালিয়া সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
এসময় তিনি বলেন, এমপি খোকা গত ৫টি বছর নিজের স্বার্থকে জলাঞ্জলী দিয়ে শুধু সোনারগাঁয়ের মানুষের কথাই ভেবেছেন। সমাজের একজন খেঁটে খাওয়া নিরীহ মানুষকে সাধারনত কেউ পাত্তা না দিলেও তিনি এমপি খোকার কাছে তার নিজ পরিবারের একজন সদস্য বলেই বিবেচিত হয়েছেন। এমপি খোকা আগে উন্নয়ন করেছেন, এরপর ভোট চাইতে পাঠিয়েছেন। আশাকরি সোনারগাঁয়ের মানুষ তার অবদানের কথা মনে রাখবে।
এসময় পৌরবাসী ডালিয়া লিয়াকতকে অভিনন্দন জানায় এবং ৩০ ডিসেম্বর স্বতঃস্ফ‚র্তভাবে লাঙল প্রতীকে ভোট দিয়ে গরীবের বন্ধু লিয়াকত হোসেন খোকাকে আবারো এমপি নির্বাচিত করার আশা প্রকাশ করে।
ডালিয়া লিয়াকতের সঙ্গে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, জাতীয় মহিলা পার্টির নেত্রী জাহানারা আক্তার, মাহমুদা ইসলাম ফেন্সী, পৌর কাউন্সিলর জাহেদা আক্তার মনি, শাহজালাল, সাবেক কাউন্সিলর রোকসানা আক্তার, শ্যামলী আক্তার প্রমুখ।