সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ের কাঁচপুর সেনপাড়া এলাকা থেকে রোববার রাতে একটি বিদেশী সুটারগ্যান, এক রাউন্ড গুলি ও ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আরিফ হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় অস্ত্র বিরোধী অভিযান চালিয়ে একটি বিদেশী সুটারগ্যান, এক রাউন্ড গুলি ও ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আব্দুর রশিদ সরকারের ছেলে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর সোমবার তাকে আদালতে পাঠানো হয়।