বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেফতার-৮

435

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভূক্ত ৮ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  রোববার রাতে বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার সেলসারদী এলাকার মতিউর রহমানের ছেলে হারূন অর রশিদ(৩০),শাহী মসজিদ এলাকার মোঃ আমির হোসেনের ছেলে মিঠুন(২৫),আঃ খালেক মিয়ার ছেলে মোঃ আঃ রহিম(২৮),চরঘারমোরা এলাকার মোহন আলীর ছেলে আহসান মিয়া(২৫) ও তার ছেলে ওবায়দুল্লাহ(৩২),একই এলাকার পাগলা রশিদ মিয়ার ছেলে অলি আহম্মদ(৩০),আলীনগর এলাকার মৃত বদিউজ্জামান মিয়ার ছেলে আসাদুজ্জামান(২৮) এবং পুরান বন্দর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে মোঃ সোহেল(২৪)।

গ্রেফতারকৃতদের সোমবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।