নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে করে প্রার্থীতা ফিরে পেলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ মো. গিয়াস উদ্দিন।
৭ই ডিসেম্বর শুক্রবার নির্বাচন কমিশনের শুনানি শেষে নির্বাচন কমিশনার নূরুল হুদা এই রায় প্রদান করেন। এ বিষয়ে সাবেক এম পি গিয়াস উদ্দিনের ছেলে গোলাম কায়সার বলেন, ‘আমার বাবা ৪ ডিসেম্বর নির্বাচন কমিশনে বাতিলকৃত মনোনয়পত্র বৈধ করার জন্য আপিল করেছিলেন। আজ সেই আপিলের রায় ঘোষিত হয়েছে। জনগণের দোয়ায় রায় তার পক্ষে এসেছে। আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশনার নূরুল হুদা আমার বাবার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন। তবে আমি আমার বাতিলকৃত মনোনয়নপত্রের জন্য নির্বাচন কমিশনে কোন আপিল করি নাই।’
উল্লেখ্য, ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার রাব্বী মিয়া সাবেক সাংসদ মো. গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তারপর ৪ ডিসেম্বর মো. গিয়াস উদ্দিন তার মনোনয়নপত্র বৈধ করার জন্য নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।